প্রবাসীরা (NRB -Non Resident Bangladeshi) কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন?


NRB ( Non Resident Bangladeshi) কারা / Who are NRB:

বাংলাদেশী নাগরিক যারা বিদেশের স্থায়ী বাসিন্দা অথবা যাদের বিদেশে বৈধ কাজের অনুমতি রয়েছে তাদেরকে Non Resident Bangladeshi বলা হয়। এছাড়াও বাংলাদেশী  বিদেশী পাসপোর্টধারী নাগরিক ক্ষেত্রে  যাদের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ হিসাবে ওই দেশের বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছ যে বাংলাদেশে ভ্রমণের জন্য "কোনও ভিসার দরকার নেই" তারাও প্রবাসী বাংলাদেশী/Non Resident Bangladeshi হিসেবে গণ্য হবেন।


NRB/ প্রবাসী বাংলাদেশীদের জন্য কি কি  সুবিধা রয়েছে?/ Incentives for Non Resident Bangladeshi.

  • সমস্ত Initial Public Offering (IPO) তে আলাদাভাবে ১০% কোটা সংরক্ষিত।
  • বিদেশে থাকাকালীন নমিনির মাধ্যমেও শেয়ার বাজারে লেনদেন  করতে পারে।
  • কোনও ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই।
  • বিনিয়োগের জন্য বিনিয়োগ ভাতার উপর 10% আয়কর ছাড়।

বিনিয়োগ শুরু করার ধাপসমূহ / Steps to start Investing :

প্রবাসী বাংলাদেশীরা নিজে দেশের বাইরে থেকে অথবা দেশে অন্য কোন বাক্তি কে ক্ষমতা অর্পণ এর মাধ্যমে শেয়ার বাজারে লেনদেন করতে পারেন। এ ক্ষেত্রে কিছু ধাপ অনুসরন করতে হই সে গুলো সম্পর্কে নিচে আলোচনা করা হল ঃ

ধাপ ১ ঃ একটি Foreign Currency (FC) Account ও Non-Resident Investors Taka Account (NITA) খোলাঃ

প্রথমে আপনাকে একটি Foreign Currency (FC) Account ও বিদেশী মুদ্রা কে বাংলাদেশি টাকাতে রুপান্তর করার জন্য একটি  Non-Resident Investors Taka Account (NITA) খুলতে হবে। এ জন্য যে সকল দলিলাদি দরকার সেগুলো হলঃ
  • সত্যায়িত পাসপোর্ট / সামাজিক সুরক্ষা কার্ড / আবাসিক কার্ড ইত্যাদির ফটোকপি (আপনি যদি বিদেশে থাকেন তবে বাংলাদেশ দূতাবাস দ্বারা সত্যায়িত  করতে হবে)
  • সত্যায়িত পাসপোর্ট ছবি 
  • নমিনির ছবি ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি (বিনিয়োগকারী দ্বারা যথাযথ সত্যায়িত)।
  • উপার্জনের প্রমাণ হিসাবে কর্মসংস্থানের সার্টিফিকেট / ট্রেড লাইসেন্সের অনুলিপি / ওয়ার্ক পারমিট বা বেতনের রসিদ/ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট।।
  • POA (পাওয়ার অব অ্যাটর্নি)  এর ছবি ও NID - যিনি আপনি দেশে থাকাকালীন আপনার পক্ষে ট্রেডিং ডকুমেন্ট স্বাক্ষর করবেন । 

ধাপ 2 : একটি Custodian Account খোলাঃ

বিএসইসি (BSEC) নিবন্ধিত সিকিউরিটি হাউজ যেগুলোর কাস্টোডিয়ান অ্যাকাউন্ট খোলার অনুমতি রয়েছে সেখানে  একটি Custodian Account  খুলতে হবে যাতে এনআরবি এবং বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার ট্রেড ও শেয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে একজন কাস্টোডিয়ান নিয়োগ করতে পারে।এ অ্যাকাউন্ট খুলতে যে সকল দলিলাদি দরকার সেগুলো হলঃ

  • সত্যায়িত পাসপোর্ট / সামাজিক সুরক্ষা কার্ড / আবাসিক কার্ড ইত্যাদির ফটোকপি (আপনি যদি বিদেশে থাকেন তবে বাংলাদেশ দূতাবাস দ্বারা সত্যায়িত  করতে হবে)
  • সত্যায়িত পাসপোর্ট ছবি ।
  • নমিনির ছবি ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি (বিনিয়োগকারী দ্বারা যথাযথ সত্যায়িত)।
  • অনুমোদিত  ব্যক্তির (Authorized personছবি ও NID ফটোকপি
  • উপার্জনের প্রমাণ হিসাবে কর্মসংস্থানের সার্টিফিকেট / ট্রেড লাইসেন্সের অনুলিপি / ওয়ার্ক পারমিট বা বেতনের রসিদ/ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট।
বিএসইসি (BSEC) নিবন্ধিত সিকিউরিটি হাউজঃ

Custodian for Mutual Fund

SL.

Name of the Company

Address

Contact

1

ICB Capital Management Ltd.

BDBL Bhaban(Level-16) 8 Rajuk Avenue

Dhaka-1000

Tel. 9585691, 9585692

2

Agrani Bank Ltd.

Head Office 9D Dilkusha Commercial Area Dhaka-1000

PBX Range: 9566153-54 9566160-69,9566074-75 Fax: (+8802) 956 2346, 956 3662 E-mail:agrani@agranibank.org

3

BRAC Bank Limited

BRAC Bank Limited 1 Gulshan Avenue Gulshan -1 Dhaka 1212

Phone: +880-2-885 9202 Fax: +880-2-986 0395 E-mail: enquiry@bracbank.com Web: http://www.bracbank.com

4

Citi Bank N.A.

Citibank, N.A 8 Gulshan Avenue, Gulshan-1 Dhaka

Phone: +88 096 6699 1000 / +88 02 8833567 Fax: +88 02 986 0917 Web: www.citigroup.com

5

Investment Corporation of Bangladesh (ICB)

BDBL Building (12-15th Floors) 8, Rajuk Avenue, Dhaka-1000. Post Box No. 2058

Phone : 9563455 (auto hunting) Fax : 880-2-9563313 E-mail : icb@agni.com web site: www.icb.gov.bd

6

Standard Chartered Bank

Gulshan Branch 67 Gulshan Avenue

Web: www.sc.com/bd

7

The Hongkong and Shanghai Banking Corporation (HSBC) Limited

HSBC Bangladesh Management Office: Level 4, Shanta Western Tower 186 Bir Uttam Mir Shawkat Ali Road Tejgaon Industrial Area, Dhaka 1208

Phone: +880 2 881 4460 Website: www.hsbc.com.bd

8

Commercial Bank of Ceylon PLC

Hadi Mansion, 2 Dilkusha C/A, Dhaka 1000, Bangladesh

Telephone : +88 02 7114125 (General) Fax : +88 02 9565707, +88 02 9566574 E-mail: email@combankbd.com Web: www.combank.net

Securities Custodian

SL.

Name of the Company

Address

Contact

1

Prime Bank Ltd.

Adamjee Court Annex Building-2,
119-120, Motijheel C/A, Dhaka-1000
Bangladesh.

Phone: 9567265, 9570747-8 PABX

Fax: 880-2-9567230, 9560977, 9566215, 9560960

2

One Bank Ltd.

HRC Bhaban,46 Kawranbazar C/A,Dhaka-1215

Tel:9118161, Fax:88029134794

3

BRAC Bank Ltd.

1, Gulshan Avenue, Gulshan, Dhaka-1212

Ph.88-02-9884292, Fax-88-02-9860395

4

The City Bank Ltd.

10,Dilkusha C/A, Dhaka-1000

Ph:9565925,9572056,7163640,9568266 Fax:8802-9562347

5

Citi Bank N.A.

109, Gulshan Avenue, Dhaka-1212

Tel:(8802)8833567 Fax:(8802) 9899126

6

Commercial Bank of Ceylon Ltd.

Hadi Mansion,2 Dilkusha C/A,Dhaka-1000

Ph:9566566 Fax: 9565707

7

IDLC Finance Ltd.

Bay's Galleria (1st floor),57 Gulshan Avenue, Gulshan-1 Dhaka-1212

Tel: (880-2)8834990-94 Fax: (880-2) 8834377,8835887

8

Arab Bangladesh Bank Ltd.

BCIC Bhaban(7th Floor),30-31DilkushaC/A,Dhaka-1000

Ph:880-2-9560312, Fax-880 2 9564122-23

9

Dhaka Bank Ltd

Adamjee Court (1st Floor),115-120, Motijheel C/A, Dhaka-1000

Ph: 9553113,9553104,9565010 Fax:880-2-9570905

10

Standard Chartered Bank

18-20, Motijheel C/A (Alico Building)

Dhaka-1000

Ph: (880-2)9561465

Fax- (880-2)9561457

11

The Hongkong & Shanghi Banking Corporation ltd

Anchor Tower 108, Bir Uttam CR Dutta Road, Dhaka-1205

Tel: (880-2)9660536-43 Facsimile: (880-2) 9660554

                                                                                                                                      Source : BSEC Website

ধাপ ৩ : একটি Beneficiary Owner (BO) Account খোলাঃ

ব্রোকারেজ হাউজ নির্বাচনের পর উক্ত ব্রোকারেজ হাউজে বিও একাউন্ট ফর্মপূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করে একাউন্ট খুলতে হবে আপনি সর্বোচ্চ ২টি বিও একাউন্ট খুলতে পারবেনএকটি নিজের নামেরঅপরটি জয়েন্ট একাউন্ট

বিও একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় দলিলাদিঃ

  • ব্রোকারেজ হাউস দ্বারা প্রদত্ত নির্ধারিত ফর্ম
  • সত্যায়িত পাসপোর্ট / সামাজিক সুরক্ষা কার্ড / আবাসিক কার্ড ইত্যাদির ফটোকপি(আপনি যদি বিদেশে থাকেন তবে বাংলাদেশ দূতাবাস দ্বারা সত্যায়িত  করতে হবে)
  • সত্যায়িত পাসপোর্ট ছবি ।
  • নমিনির ছবি ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি (বিনিয়োগকারী দ্বারা যথাযথ সত্যায়িত)।
  • অনুমোদিত  ব্যক্তির (Authorized personছবি ও NID ফটোকপি
  • POA (পাওয়ার অব অ্যাটর্নি)  এর ছবি ও NID।
  • ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট।  

**দেশের বাইরে থাকলে কিভাবে বিও অ্যাকাউন্ট খুলবেন ঃ

  • আপনার নির্বাচিত ব্রোকারেজ হাউজ থেকে ইমেইল এর মাধ্যমে নির্ধারিত ফর্ম সংগ্রহ করুন। পরিচিতির (Introducer)  অংশটি স্থানীয় বাংলাদেশ দূতাবাস দ্বারা সত্যায়িত করুন।।
  • আপনার ছবিগুলি স্থানীয় বাংলাদেশ দূতাবাস দ্বারাও সত্যায়িত করুন।
  •  ফর্মে নমিনি ও পাওয়ার অব অ্যাটর্নির অংশ পূরণ করে,  ব্রোকারেজ হাউসের প্রয়োজনীয় কাগজপত্র সহ POA (পাওয়ার অব অ্যাটর্নি) কে ব্রোকারেজ হাউসে পাঠিয়ে দিন।


ধাপ ৪- বিও একাউন্টে টাকা জমা/ Deposit in BO Account :

প্রয়োজনীয় কাগজপত্রে ব্রোকার বার্ষিক ফি জমা দেওয়ার - দিনের মধ্যে খোলা হয়ে যায়একাউন্ট খোলার পর বিও একাউন্ট  টাকা জমা দিতে হয়এজন্য প্রথমে আপনার ব্রোকারেজ হাউজের ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে হবেসরাসরি জমা দিতে পারবেন কিংবা অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফার করেও পারবেনটাকা জমা দেওয়ার প্রমাণস্বরূপ জমাস্লিপ বা অনলাইন ট্রান্সফারের স্কিনশর্টটি আপনার ব্রোকারের নিকট পৌঁছে দিলে তারা আপনার বিও একাউন্টে টাকা জমা করবে

ধাপ ৫ ঃ একাউন্ট পরিচালনা ও শেয়ার ক্রয়-বিক্রয় করা/Buy & Sell.

পরবর্তীতে আপনি আপনার জমাকৃত টাকার সমপরিমাণ টাকার শেয়ার ক্রয় করতে পারবেন. এজন্য আপনাকে শেয়া নির্বাচন করে আপনার অর্ডারটি প্লেস করতে হবেশেয়ার ক্রয়-বিক্রয়ের জন্য আপনাকে Buy/Sell অর্ডার ফর্ম পূরণ করে মেইল বা ফাক্স এর মাধ্যমে ব্রোকার পাঠাতে হবে।যদি পাওয়ার অব অ্যাটর্নি নিযুক্ত  করা থাকে তাহলে  POA কে Buy/Sell অর্ডার ফর্ম পূরণ করতে হবে। উল্লেখ্য যে, যে দিন Buy/Sell করা হয় ঐদিন এ Buy/Sell অর্ডার ফর্ম পূরণ করে ব্রকের কে পাঠাতে হবে। 

নিম্নোক্ত উপায়ে শেয়ার ক্রয়-বিক্রয়ের অর্ডার দেওয়া যায়ঃ

  • টেলিফোন
  • ইমেইল
  • DSE mobile app
  • ব্রোকার হাউজের অনলাইন অ্যাপ

আপনি একটি ভালো ব্রোকারেজ হাউজে নির্বাচন করুন তারাই আপনাকে এ সকল ক্ষেত্রে পরামর্শ দিয়ে সাহায্য করবে। 







    Post a Comment

    Previous Post Next Post