শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করার প্রক্রিয়া ?/ How to start Investing?
আর এইসব কিছুর ধারণা নিয়ে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের website এর বিভিন্ন পোস্ট আপনাদের জন্য ফলপ্রসূ ভূমিকা পালন করবে।
শেয়ার বাজার সম্পর্কে সবকিছু জেনে যখন আপনি সংকল্পবদ্ধ হয়েছেন যে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন চলুন জেনে নেই কিভাবে শেয়ারবাজারে বিনিয়োগ ও লেনদেন করতে হয়।
ধাপ ১-ব্যাংক একাউন্ট খোলাঃ/ Open a Bank Account.
শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে সর্বপ্রথম একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো ব্যাংকে একাউন্ট খোলা যাবে।তবে যে সকল ব্যাংকে অনলাইন বা ইন্টারনেট সার্ভিস আছে এবং যেখানে সহজে App এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায় এরূপ ব্যাংকে একাউন্ট খুললে সময় এবং শ্রম দুটোই বাঁচবে।
ব্যাংক একাউন্ট খুলতে যা যা প্রয়োজনঃ
i) নিজের ও নমিনির ছবি।
ii) নিজের ও নমিনির ভোটার আইডি।
iii) ই-টিন(যদি থাকে )
ধাপ ২-ব্রোকারেজ হাউজ নির্বাচন ও বিও একাউন্ট খলা / Select Brokerage House & Open BO Account:
ব্যাংক একাউন্ট খোলার পর বিও একাউন্ট খুলতে হয়।বিও একাউন্টের মাধ্যমে শেয়ার বাজারে লেনদেন করা যাবে।বিও একাউন্ট খুলতে হয় শেয়ার বাজারে নিবন্ধিত কোনো ব্রোকারেজ হাউজে।এই ক্ষেত্রে ভালো কোনো ব্রোকারেজ হাউজ নির্বাচন করতে হবে। ভালো ব্রোকারেজ হাউজ নির্বাচনে বিবেচ্য বিষয়ঃ
- তুলনামূলক কম ব্রোকারেজ হাউজ ফি এবং ট্রেডিং কমিশন(বাংলাদেশে সর্বোচ্চ ১%)
- বাজারে ব্রোকারের ভালো সুনাম
- অনলাইন / ইন্টারনেটে সুযোগ সুবিধা
- তড়িৎকাস্টমার সার্ভিস
- সহজতর টাকা জমা ও উত্তোলন
- প্রশিক্ষণ সুবিধা
- অধিক নিরাপত্তা ব্যবস্হা ও তথ্যের গোপনীয়তা ইত্যাদি।
(DSE তে নিবন্ধিত ব্রোকারেজ হাউজ তালিকা)
ব্রোকারেজ হাউজ নির্বাচনের পর উক্ত ব্রোকারেজ হাউজে বিও একাউন্ট ফর্মপূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করে একাউন্ট খুলতে হবে আপনি সর্বোচ্চ ২টি বিও একাউন্ট খুলতে পারবেন।একটি নিজের নামের, অপরটি জয়েন্ট একাউন্ট।
বিও একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় দলিলাদিঃ
- নিজের ও নমিনির ছবি।
- নিজের ও নমিনির NID ফটোকপি।
- ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট / চেক এর কপি।
- ই-টিন এর কপি।
ধাপ ৩- বিও একাউন্টে টাকা জমা/ Deposit in BO Account :
প্রয়োজনীয় কাগজপত্রে ব্রোকার বার্ষিক ফি জমা দেওয়ার ১-৩ দিনের মধ্যে খোলা হয়ে যায়।একাউন্ট খোলার পর বিও একাউন্ট এ টাকা জমা দিতে হয়।এজন্য প্রথমে আপনার ব্রোকার হাউজের ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে হবে।সরাসরি জমা দিতে পারবেন কিংবা অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফার করেও পারবেন।টাকা জমা দেওয়ার প্রমাণস্বরূপ জমাস্লিপ বা অনলাইন ট্রান্সফারের স্কিনশর্টটি আপনার ব্রোকারের নিকট পৌঁছে দিলে তারা আপনার বিও একাউন্টে টাকা জমা করবে।
ধাপ ৪-শেয়ার ক্রয়-বিক্রয় করা/Buy & Sell :
পরবর্তীতে আপনি আপনার জমাকৃত টাকার সমপরিমাণ টাকার শেয়ার ক্রয় করতে পারবেন।এজন্য আপনাকে শেয়ার নির্বাচন করে আপনার অর্ডারটি প্লেস করতে হবে।
নিম্নোক্ত উপায়ে শেয়ার ক্রয়-বিক্রয়ের অর্ডার দেওয়া যায়ঃ
- টেলিফোন
- ইমেইল
- DSE mobile app
- ব্রোকার হাউজের অনলাইন অ্যাপ