শেয়ার কি?/ What is Share?
শেয়ার হচ্ছে একটি কোম্পানির মালিকানার অংশ বা কোনো কোম্পানির মূলধনের একটি অংশকে শেয়ার বলে।অর্থাৎ কোম্পানি তার মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে সেই প্রত্যেকটি অংশকে একটি শেয়ার বলে।
কোম্পানি মূলধন সংগ্রহের জন্য এই শেয়ার জনগণের নিকট বিক্রয় করতে পারে।জনগণের নিকট শেয়ার বিক্রয়ের জন্য কোম্পানিকে শেয়ার মার্কেটে নিবন্ধিত হতে হয়। শুধুমাত্র নিবন্ধিত কোম্পানির শেয়ার আমরা শেয়ার মার্কেট থেকে কিনতে পারি।আর এই একটি শেয়ার কেনার মাধ্যমে যে কেউ কোম্পানির একটি ক্ষুদ্র অংশের মালিক হতে পারে।
শেয়ার মার্কেট কী? What is Share Market?
যে মার্কেটে শেয়ার কেনা-বেচা হয়ে থাকে সেটিই শেয়ার মার্কেট।এখানে শুধুমাত্র নিবন্ধিত শেয়ার বিক্রি করা হয়ে থাকে।এবং এখানে শেয়ার ছাড়াও অন্যান্য ফাইন্যানশিয়াল ইন্সট্রুমেন্ট লেনদেন করা হয়ে থাকে। যেমনঃ বন্ড,মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার ইত্যাদি।
আমাদের দেশে দুটি শেয়ার মার্কেট আছে।
১/ ঢাকা স্টক এক্সচেঞ্জ।
২/চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
শেয়ার মার্কেট প্রধানত দুই ধরনের হয়ে থাকে -
ক) প্রাইমারী শেয়ার মার্কেট।
খ)সেকেন্ডারী শেয়ার মার্কেট।
ক) প্রাইমারী শেয়ার মার্কেট/ Primary Share Market:
কোনো কোম্পানি যখন জনগণের নিকট শেয়ার বিক্রি করতে চায় তখন সেই কোম্পানি প্রথমে মার্কেটে নিবন্ধিত হয়।এই নতুন নিবন্ধিত কোম্পানির শেয়ার যে মার্কেটে লেনদেন করা হয় সেই মার্কেটই হলো প্রাইমারী শেয়ার মার্কেট।
খ)সেকেন্ডারী শেয়ার মার্কেট/ Secondary Share Market :
প্রাইমারী শেয়ার মার্কেটে যে সকল শেয়ার ইস্যু করা হয় সেই শেয়ার গুলো পরবর্তীতে সেকেন্ডারী মার্কেটে ক্রয় বিক্রয় করা হয়।অর্থাৎ সেকেন্ডারী মার্কেটে পূর্বে ইস্যুকৃত বিদ্যমান শেয়ারগুলোকে ক্রয় বিক্রয় করা হয়। আমাদের দেশের সেকেন্ডারী শেয়ার মার্কেট এর শেয়ার গুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ ক্রয় বিক্রয় করা হয়। সেকেন্ডারী মার্কেটে শেয়ার এর দাম চাহিদা অনুযায়ী উঠানামা করে।
উদাহরণ ঃ