শেয়ার ও শেয়ার মার্কেট কি? / What is share and share market?


আমরা এই পোস্ট এ শেয়ার ও শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জানব। এই ব্লগ এ সকল পোস্ট এ সাধারন ভাষা ব্যবহার করা হয়েছে। পাঠ্য পুস্তক এর ভাষা ব্যবহার করা হয়নি। শেয়ার মার্কেট এ বিনিয়োগ এর জন্য যতটুকু জানা প্রয়োজন ততটুকুই সংক্ষেপে লিখা হয়েছে। চলুন আমরা শুরু করি।

শেয়ার কি?/ What is Share?

শেয়ার হচ্ছে একটি কোম্পানির মালিকানার অংশ বা কোনো কোম্পানির মূলধনের একটি অংশকে শেয়ার বলে।অর্থাৎ কোম্পানি তার মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে সেই প্রত্যেকটি অংশকে একটি শেয়ার বলে।

কোম্পানি মূলধন সংগ্রহের জন্য এই শেয়ার জনগণের নিকট বিক্রয় করতে পারে।জনগণের নিকট শেয়ার বিক্রয়ের জন্য কোম্পানিকে শেয়ার মার্কেটে নিবন্ধিত হতে হয়। শুধুমাত্র নিবন্ধিত কোম্পানির শেয়ার আমরা শেয়ার মার্কেট থেকে কিনতে পারি।আর এই একটি শেয়ার কেনার মাধ্যমে যে কেউ কোম্পানির একটি ক্ষুদ্র অংশের মালিক হতে পারে।


শেয়ার মার্কেট কী? What is Share Market?

যে মার্কেটে শেয়ার কেনা-বেচা হয়ে থাকে সেটিই শেয়ার মার্কেট।এখানে শুধুমাত্র নিবন্ধিত শেয়ার বিক্রি করা হয়ে থাকে।এবং এখানে শেয়ার ছাড়াও অন্যান্য ফাইন্যানশিয়াল ইন্সট্রুমেন্ট লেনদেন করা হয়ে থাকে। যেমনঃ বন্ড,মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার ইত্যাদি।


আমাদের দেশে দুটি শেয়ার মার্কেট আছে।


/ ঢাকা স্টক এক্সচেঞ্জ।

/চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 


শেয়ার মার্কেট প্রধানত দুই ধরনের হয়ে থাকে

) প্রাইমারী শেয়ার মার্কেট।

)সেকেন্ডারী শেয়ার মার্কেট।


) প্রাইমারী শেয়ার মার্কেট/ Primary Share Market:

কোনো কোম্পানি যখন জনগণের নিকট শেয়ার বিক্রি করতে চায় তখন সেই কোম্পানি প্রথমে মার্কেটে নিবন্ধিত হয়।এই নতুন নিবন্ধিত কোম্পানির শেয়ার যে মার্কেটে লেনদেন করা হয় সেই মার্কেটই হলো প্রাইমারী শেয়ার মার্কেট।

প্রাইমারী শেয়ার মার্কেটে সিকিওরিটি বা শেয়ার তৈরি করা হয়। এই বাজারে কোম্পানিগুলি প্রথমবারের জন্য জনগণের কাছে নতুন স্টক এবং বন্ড বিক্রি করে করে। আইপিও (Initial public offering/IPO) প্রাথমিক বাজারের একটি উদাহরণ। IPO এর মাধ্যমে নতুন কোম্পানি শেয়ার বাজারে আসে। আমাদের দেশে  আইপিও শেয়ারের চাহিদা অনেক বেশি থাকে। কারন আইপিও শেয়ার গুলিতে লোকসান হবার সম্ভবনা খুবি কম । প্রাইমারী শেয়ার মার্কেটে নতুন শেয়ার এর দাম ফিক্স থাকে। 

)সেকেন্ডারী শেয়ার মার্কেট/ Secondary Share Market :

প্রাইমারী শেয়ার মার্কেটে যে সকল শেয়ার ইস্যু করা হয় সেই শেয়ার গুলো পরবর্তীতে সেকেন্ডারী মার্কেটে ক্রয় বিক্রয় করা হয়।অর্থাৎ সেকেন্ডারী মার্কেটে পূর্বে ইস্যুকৃত বিদ্যমান শেয়ারগুলোকে ক্রয় বিক্রয় করা হয়। আমাদের দেশের সেকেন্ডারী শেয়ার মার্কেট এর শেয়ার গুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ ক্রয় বিক্রয় করা হয়। সেকেন্ডারী মার্কেটে শেয়ার এর দাম চাহিদা অনুযায়ী উঠানামা করে। 


উদাহরণ ঃ 


XYZ কোম্পানি শেয়ার বিক্রির এর মাধ্যমে মূলধন বারাতে চাচ্ছে। তাহলে কোম্পানিটি শেয়ার মার্কেট নিবন্ধন এর অনুমদন নিয়ে কোন underwriter এর মাধ্যমে জনগনের নিকট প্রাথমিক শেয়ার মার্কেট এ শেয়ার বিক্রি করবে। সেই শেয়ার গুলো কিনবে সাধারন মানুষ, বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান ও  উক্ত প্রতিষ্ঠানের  ডিরেক্টর । পরবর্তীতে ওই শেয়ারগুলো  যারা  কিনেছে তারা নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করবে সেকেন্ডারী শেয়ার মার্কেট বা ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ।






Post a Comment

Previous Post Next Post