শেয়ার মার্কেট সম্পর্কিত ২৭টি প্রাথমিক পরিভাষা / Share Market Related 27 Basic Terms & Abbreviations
চলুন
তবে
শেয়ার
মার্কেটের
একদম
বেসিক
কিছু
টার্ম
সম্পর্কে খুব সংক্ষেপে জেনে
নেওয়া
যাক।
Trading Code |
LTP* |
High |
Low |
Closep* |
YCP* |
Change |
Trade |
Value (Mn) |
Volume |
20.8 |
20 |
19.9 |
20.8 |
20 |
0.8 |
570 |
38.833 |
19,074 |
|
105.1 |
107.3 |
102.1 |
105.1 |
103.6 |
1.5 |
993 |
63.915 |
60,808 |
১. Trading Code/ Stock Symbol :
কোনো
একটি
নির্দিষ্ট
কোম্পানির
সংক্ষিপ্ত
রূপ
যা
দ্বারা
স্টক
এক্সচেঞ্জ
কোনো
স্টককে
সনাক্ত
করে।যেমনঃBATBC
দ্বারা
British American Tobacco Bangladesh Company Limited,
ALARABANK দ্বারা Al-Arafa Islami Bank Limited কে
বোঝায়।
২. LTP/ Last Traded Price:
সর্বশেষ
শেয়ারটি
কত
দামে
ক্রয়
বিক্রয়
হয়েছে।উপরের
ছবিতে
XYZ কোম্পানিটি
105.1 টাকা
লেনদেন
হয়েছে।
৩. High:
আজকের
সর্বোচ্চ
কত
টাকায়
শেয়ারটি
লেনদেন
হয়েছে।
৪. Low:
আজকের
সর্বনিম্ন
কত
টাকায়
শেয়ারটি
ক্রয়
বিক্রয়
হয়েছে।
৫. Closep/closing price:
আজকের
শেয়ারটি
সর্বশেষ
কত
টাকায়
ক্রয়
বিক্রয়
করা
হয়েছে। ট্রেডিং
আওয়ার
শেষে
শেয়ারটি
দাম
কত
দিত।
৬. Change:
একটি
শেয়ার
গত
দিনের
তুলনা
বর্তমানে
কত
টাকা
হ্রাস/বৃদ্ধি
পেয়েছে। Change=YCP-LTP
৭. %Change:
গতদিনের দামের তুলনায় আজকে শতকরা কত হ্রাস/বৃদ্ধি পেয়েছে তা বুঝায়।
%change=(LTP-Current Price)×100/Current price
৮. YCP/Yesterday’s closing price.
গতকালের
ট্রেডিং
আওয়ার
শেষে
শেয়ারটির
মূল্য
কত
ছিলো
তা
নির্দেশ
করে
YCP
৯. Trade:
ট্রেড
দ্বারা
মোট
কতবার
লেনদেন
হয়েছে
তা
বুঝায়।
১০. Value:
সর্বমোট
কতটাকার
শেয়ার
লেনদেন
হয়েছে
তা
মিলিয়নে
নির্দেশ
করে।
১১. 52 weeks Moving Range/52WH-52WL
একটি শেয়ার গত ৫২ সপ্তাহে সর্বোচ্চ কত টাকায় এবং সর্বনিম্ন কত টাকায় লেনদেন হয়েছে তা নির্দেশ করে 52 Week Moving Range,যেমনঃ XYZ শেয়ারের 52 Week Moving Range 81-28,অর্থাৎ৫২ সপ্তাহে XYZ শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল 81 টাকা & সর্বনিন্ম মূল্য ছিল ২৮ টাকা (52WH=81, 52WL=28) ।
১২. Ask Price:
একজন
বিক্রেতা
সর্বনিম্ন
যে
দামে
শেয়ার
বিক্রি
করতে
চায়।
১৩. Bid
Price:
একজন
ক্রেতা
সর্বোচ্চ
যে
দামে
শেয়ার
কিনতে
চায়।
১৪. Portfolio:
সামগ্রিক
দিক
থেকে
আপনার
সংগৃহীত
সকল
শেয়ার,স্টক,বন্ড,মিউচু্য়াল
ফান্ডে
ইত্যাদির
সমষ্টি
ছক
হলো
আপনার
portfolio.
১৫. Sector/খাতঃ
সমজাতীয়
কোম্পানির
শেয়ারের
গ্রুপকে
এক
একটি
Sector/খাত
বলে।
১৬. Share Market Index:
শেয়ার বাজারের নিবন্ধিত সকল শেয়ারের বা নির্বাচিত কিছু শেয়ারের মানদণ্ড /benchmark হলো শেয়ার বাজারের সূচক।এটি দ্বারা শেয়ার বাজারের কিছু বা সমস্ত শেয়ারের মান/value পরিমাপ কে বোঝায় যায়। DSEX,DS30, DSES এগুলো হচ্ছে DSE এর বিভিন্ন Index.
আরও দেখুন: DSE ইনডেক্স এর বিস্তারিত
১৭. Circuit
Breaker:
Circuit Breaker বলতে একটি নির্দিষ্ট দিনে শেয়ার price এর সর্বোচ্চ ও সর্বনিম্ন দামের একটি সীমাকে বোঝায়। সীমা/Range এর বেশি বা কম দামে শেয়ার লেনদেন হতে পারবে না।
১৮. Circuit low:
একটি শেয়ারের দাম আজকের দিনে সর্বনিম্ন কত হতে পারবে। অর্থাৎ circuit low price এর চেয়ে কম দামে শেয়ার লেনদেন করা যাবে না।
১৯. Circuit up:
একটি শেয়ারের দাম আজকে সর্বোচ্চ কত হতে পারবে। অর্থাৎ circuit up price এর চেয়ে বেশি দামে শেয়ার লেনদেন করা যাবে না ।
২০. Volatility:
শেয়ার
price এর দ্রুত
up/down হওয়ার
বিষয়টিকে
বোঝায়
volatility.
২১. Bull Market:
শেয়ার
মার্কেটে
যখন
শেয়ারের
দাম
ক্রমাগত
বৃদ্ধি
পাচ্ছে
অর্থাৎ
মার্কেট
uptrend এ
রয়েছে
তখন
ঐ
মার্কেটকে
Bull Market বলে।Bull market এ
বিনিয়োগকারীরা
শেয়ারের
দাম
বৃদ্ধি
পাবে এই
প্রত্যাশা
রাখে।
শেয়ার
মার্কেটে
যখন
শেয়ারের
দাম
ক্রমাগত
হ্রাস পাচ্ছে
অর্থাৎ
মার্কেট
Downtrend এ
রয়েছে
তখন
ঐ
মার্কেটকে
Bear Market বলে। Bear market এ
বিনিয়োগকারীরা
শেয়ারের
দাম
হ্রাস পাবে এই
প্রত্যাশা
রাখে।
২৩. Share
Category:
শেয়ার
বাজারে
বিভিন্ন
মানদণ্ড
অনুযায়ী
কোম্পানি
গুলোকে
বিভিন্ন
category তে
ভাগ
করা
হয়েছে।A,B,N,Z শেয়ারের
বিভিন্ন
category.
Share Category সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
২৪. Broker:
যে
ব্যক্তি
নির্দিষ্ট
ফি/
Commission এর বিনিময়ে
বিনিয়োগকারীর
পক্ষে
শেয়ার
ক্রয়
বিক্রয়
করে।
DSE তে নিবন্ধিত Brokarage House লিস্ট ও যোগাযোগের ঠিকানা।
২৫. Bid
Ask Spread:
Bid
price ও Ask price এর
পার্থক্য
কে
Spread বলে।
২৬. Market Capitalisation:
শেয়ার
বাজার
একটি
কোম্পানির
সামগ্রিক
মূল্যই
হচ্ছে
কোম্পানির
Market capitalisation.অর্থাৎ
একটি
কোম্পানির
সকল
শেয়ারের
বর্তমান
মার্কেট
price কে
Market capitalisation বলে।
২৭. Divident:
কোম্পানির
মোট
আয়ের
যে
অংশ
শেয়ারহোল্ডারদের
কে
বিতরণ
করা
হয়।
শেয়ার মার্কেটে আরো অনেক টার্ম/Abbreviation ব্যবহৃত হয়,সেগুলো জানতে আমাদের website follow করুন।আর যদি আপনি শেয়ার মার্কেট বিষয়ক অন্য যেকোনো টার্ম জানতে চান তাহলে কমেন্ট করে জানান আমরা তা আপনাকে জানানোর চেষ্টা করব।
Hello vai ami ki bave kroy bikroy korbo....ar kivabe Acunt korbo
ReplyDelete